'পাকিস্তানের ষড়যন্ত্র চলছে'

কি ষড়যন্ত্র চলছে পাকিস্তানের?

author-image
Aniket
New Update
pakistan_ceasefire_indian_army_poonch_1739404144654_1746914972527

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা অনন্তনাগে এক অনুষ্ঠানে বলেন, “আমাদের প্রতিবেশী পাকিস্তান, যেখান থেকে সন্ত্রাসবাদের উৎপত্তি হয়েছে, তারা জম্মু ও কাশ্মীরের শান্তি ও সমৃদ্ধি ধ্বংসের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “কয়েকজন ব্যক্তি জম্মু ও কাশ্মীরের উন্নয়নে অসন্তুষ্ট। তাদের মধ্যে কেউ বাইরের, আবার কেউ এখানকার অভ্যন্তরীণও।” মনোজ সিনহার এই মন্তব্যের মাধ্যমে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট হলো।