BREAKING: রাজৌরি সীমান্তে আটক পাক নাগরিক ! উদ্ধার বিপুল পরিমান পাকিস্তানি মুদ্রা

পিছনে কোনও বড় কারণ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ রাজৌরির মানজাকোট এলাকায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর, পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর রাজৌরি ব্যাটালিয়ন। এই আটক হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আরিব আহমেদ বলে বিএসএফ (BSF) সূত্রে জানানো হয়েছে।

Bsf

তল্লাশি করে এই ধৃত পাকিস্তানি ব্যক্তির কাছ থেকে,প্রায় ২০,০০০ রুপি (পাকিস্তানি মুদ্রায়) উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ব্যক্তিকে আটক করে,তাকে এখনও জিজ্ঞাসাবাদ করছে। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।