New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা - এবার ইন্দাস জলচুক্তি নিয়ে ফের একবার ভারতের কাছে কাতর আবেদন করলো পাকিস্তান। আজ ভারতের ইন্দাস জলচুক্তি বাতিলের সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করার আর্জি জানিয়ে, ভারতের জলশক্তি মন্ত্রকের কাছে ফের একবার চিঠি দিল পাকিস্তান। ইন্দাস জলচুক্তি বাতিল হলে দারুন ক্ষতিগ্রস্থ হবে পাকিস্তান। প্রায় শুকিয়ে যাবে পাঞ্জাব প্রদেশ। তাই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করলো পাকিস্তান। যদিও ভারত এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সাথে এখন কথা শুধুমাত্র সন্ত্রাসবাদকে নিয়েই হবে।
/anm-bengali/media/media_files/gmy8kOlDXBjmS5yRXrqu.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us