পাকিস্তান চাইছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, বিস্ফোরক দাবি মোদির

'কংগ্রেস সরকারের সময়ে সন্ত্রাসীরা গুলি চালাত এবং সরকার তাদের প্রেমপত্র পাঠাত'।

New Update
rahul modi bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে পিএম মোদি এদিন বলেন, “কংগ্রেস সরকারের সময়ে বোমা বিস্ফোরণ হত, সন্ত্রাসীরা গুলি চালাত এবং সরকার তাদের প্রেমপত্র পাঠাত। তাদের 'আমন কি আস' ছিল। এরকম ভাবে পাকিস্তান চলত। তারাই প্রেমের চিঠির চেয়ে বেশি সন্ত্রাসী পাঠাত। আপনার একটি ভোট আমাকে এত শক্তি দিয়েছে যে আমি আসার সাথে সাথেই বলেছিলাম 'যথেষ্ট হয়েছে', আর নয়। এটাই এখন নিউ ইন্ডিয়া, যেখানে আমরা ‘ঘরে ঢুকে জঙ্গিদের খতম করার সাহস রাখি’। সার্জিক্যাল এবং বালাকোট স্ট্রাইক পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল। একটা সময় ছিল যখন সন্ত্রাসী হামলার পর সারা বিশ্বে দুর্বল কংগ্রেস সরকার কাঁদত এবং 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার করত। এখন আর সেই সময় নেই। পাকিস্তানের নেতারা প্রার্থনা করে যে কংগ্রেসের শেহজাদা প্রধানমন্ত্রী হন কিন্তু শক্তিশালী ভারত এখন একটি শক্তিশালী সরকার চায়”।

dghfjjk9.jpg

dghfjjk10.jpg

Add 1