New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার নিজের নাগরিকদের ফেরত নিতেই অস্বীকার করছে পাকিস্তান। যারফলে ওয়াঘা-আটারি বর্ডারে ক্রমশই ভিড় বাড়ছে পাকিস্তানি নাগরিকদের। ইন্ডিয়ান ইমিগ্রেশন অথরিটির মতে আজ সকাল ৮টা নাগাদ পাকিস্তানের তরফ থেকে সমস্ত রিসিভিং কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/2025/04/30/ScaeAG4u7nyltHeSrDjL.jpg)
পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ভারত থেকে বিতাড়িত হওয়া সমস্ত পাকিস্তানি নাগরিকদের। জল, খাবার, আশ্রয় ইত্যাদি কিছু না থাকার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন পাকিস্তানি নাগরিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us