BREAKING : নিজের নাগরিকদের ফেরত নিতে অস্বীকার করছে পাকিস্তান ! ভিড় জমছে ওয়াঘা-আটারি বর্ডারে

নির্লজ্জতার সীমা অতিক্রম করছে পাকিস্তান।

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা : এবার নিজের নাগরিকদের ফেরত নিতেই অস্বীকার করছে পাকিস্তান। যারফলে ওয়াঘা-আটারি বর্ডারে ক্রমশই ভিড় বাড়ছে পাকিস্তানি নাগরিকদের। ইন্ডিয়ান ইমিগ্রেশন অথরিটির মতে আজ সকাল ৮টা নাগাদ পাকিস্তানের তরফ থেকে সমস্ত রিসিভিং কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হয়।

Attari

পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ভারত থেকে বিতাড়িত হওয়া সমস্ত পাকিস্তানি নাগরিকদের। জল, খাবার, আশ্রয় ইত্যাদি কিছু না থাকার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন পাকিস্তানি নাগরিকরা।