/anm-bengali/media/media_files/kdArSWAP6wQcXI5RIuSN.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শাহবাজ শরিফ বলেন, 'ভারতে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
#BalasoreTrainAccident | "Deeply saddened by the loss of hundreds of lives in a train accident in India..," tweets Pakistan PM Shehbaz Sharif pic.twitter.com/8BGX2sLHAm
— ANI (@ANI) June 3, 2023
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও শোক প্রকাশ করে বলেন, 'ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us