রক্তে ভেজা পহেলগাঁও, অবশেষে মুখ খুলল পাকিস্তান, বলল — ‘হোমগ্রোন অ্যাটাক’! জানুন বিস্তারিত

পাকিস্তান পহেলগাঁও হামলার দায় অস্বীকার করল। খাজা আসিফের দাবি, ভারতীয় সরকারের বিরুদ্ধে ঘৃণা থেকেই হামলা, পাকিস্তানের কোনও হাত নেই।

author-image
Debapriya Sarkar
New Update
Pakistan

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অবশেষে মুখ খুলল পাকিস্তান। ইসলামাবাদের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, “এই হামলার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ভারত যেন আমাদের দোষ না দেয়।”

Kashmir

উল্লেখ্য, এই মর্মান্তিক হামলায় ২৮ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষেপ করে দেশে ফিরে আসেন। ফিরে আসার সময় তিনি পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করেননি। সেই আবহেই পাকিস্তানের মন্ত্রী এই মন্তব্য করেন।

Modi

খাজা আসিফ আরও বলেন, “এই হামলা ভারতের অভ্যন্তরীণ ক্ষোভের ফল। নাগাল্যান্ড, মণিপুর এবং কাশ্মীর—বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ 'হোমগ্রোন', অর্থাৎ ভারতের ভেতরের মানুষের কাজ।” এখনও পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে পাকিস্তানের এই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে।