/anm-bengali/media/media_files/2025/05/12/9s4xAqVxpLDRlvtWBHbz.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পূর্ণম জিকে ভারতে নিরাপদ পাঠাতে বাধ্য হয়েছে পাকিস্তান। এই বিষয়ে এবার গর্বের ট্যুইট করলেন সুকান্ত মজুমদার।
তিনি ট্যুইট করে বলেছেন,
"হুগলির রিষড়ার বাসিন্দা, বিএসএফ-এর বীর জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তানে আটক হওয়ার খবর সামনে আসতেই সর্বপ্রথম উদ্বিগ্ন হয়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি। রাজ্য সভাপতি হিসেবে আমি, গত ২৪ এপ্রিল ২০২৫, ভিডিও কলের মাধ্যমে তাঁর স্ত্রী শ্রীমতি রজনী দেবীর সঙ্গে কথা বলি ও তাঁকে আশ্বস্ত করি যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং ভারত সরকার পূর্ণম জি-র নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ স্তরে পদক্ষেপ গ্রহণ করেছে।
সেইদিনই আমরা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং সর্বোপরি প্রধানমন্ত্রী দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করি। সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান ও চাপে অবশেষে পাকিস্তান বাধ্য হয় পূর্ণম কুমার সাউ-কে মুক্তি দিতে এবং তিনি আজ গর্বের সঙ্গে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন।
এই সুসংবাদ আজ আমরা তাঁর পরিবারকে জানাই। পাশাপাশি, পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিনিধি হিসেবে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আজ হুগলিতে পূর্ণম কুমার সাউ এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ভারতের প্রতিটি সেনা জওয়ান আমাদের জাতির গর্ব, আমাদের হৃদয়ের স্পন্দন। দেশের সীমান্ত রক্ষায় যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকেন, তাঁদের পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। নরেন্দ্র মোদীর সরকার প্রতিটি বীর জওয়ানের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে চূড়ান্তভাবে অঙ্গীকারবদ্ধ।
জয় হিন্দ। ভারত মাতা কি জয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us