New Update
/anm-bengali/media/media_files/2025/05/08/fior2MsZWskkRfMxG8YP.jpeg)
মনজিত সিং, পুঞ্চ: এএনএম নিউজের টিম পৌঁছেছে গ্রাউন্ড জিরোয়। পুঞ্চ এলাকায় গতকাল পাকিস্তান জনসাধারণকে নিশানা করে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে না পেরে গুলিবর্ষণ শুরু করে দেয়। পুঞ্চ সিটির ভেতরে ৫০০-৭০০ গোলা মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান। শহীদ হয় ১৫ জন। প্রায় ৫০ জন জখম হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই এলাকা থেকে পালাচ্ছে জম্মুর দিকে। বাকিটা শুনে নিন আমাদের প্রতিনিধি কি জানালেন।
/anm-bengali/media/media_files/5eamfk2UqmhR82xXeFnK.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us