/anm-bengali/media/media_files/UD8ir0it5KDcUWyIrHwn.jpg)
India-Pakistan
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৯ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শিখ মন্দিরে অনুষ্ঠিতব্য বৈশাখী উৎসবে যোগ দিতে ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা প্রদান করল পাকিস্তান। পাকিস্তান সফরের সময় তীর্থযাত্রীরা পাঞ্জা সাহিব, নানকানা সাহিব এবং কর্তারপুর সাহিবে যাবেন। তারা ৯ এপ্রিল পাকিস্তানে প্রবেশ করবে এবং ১৮ এপ্রিল ভারতে ফিরে আসবে। পাকিস্তানে ৯ থেকে ১৮ এপ্রিল বৈশাখীর বার্ষিক উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং হাই কমিশন জানিয়েছে, অন্যান্য দেশে বসবাসরত শিখদের ভিসার পাশাপাশি ভারতীয় তীর্থযাত্রীদের সর্বশেষ ভিসা ইস্যু করা হয়েছে। নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন জানিয়েছে, "বৈশাখী উৎসব উপলক্ষে ২,৮৫৬ জন শিখ তীর্থযাত্রীদের ভিসা প্রদান করা হয়েছে। শিখ তীর্থযাত্রীরা ৯-১৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত পাকিস্তানে বার্ষিক উৎসবে অংশ নিতে ভারত থেকে ভ্রমণ করবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us