/anm-bengali/media/media_files/1PvnaZN6gX0bGZvS5z3W.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর বসেছিল ভারতে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। এরপর এমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে দু-বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে জিতেছিল ভারত। ফাইনালে ভারতকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার হকির পালা। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে চেন্নাইয়ে। মঙ্গলবার রাতে ভারতে পৌঁছে গেল পাকিস্তান টিম। তাদের স্বাগত জানানোর ক্ষেত্রে সৌজন্যতায় কোনও ত্রুটি রাখেনি উদ্যোক্তারা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ অগস্ট চেন্নাইয়ে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
#WATCH | Tamil Nadu: Pakistan Men's Hockey team arrived in Chennai to participate in the Asian Men's Hockey Champions Trophy 2023 which will begin on Thursday, August 3 pic.twitter.com/zKkbIZcxrO
— ANI (@ANI) August 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us