২০ বছর খুঁজলেও পাওয়া যাবে না, শুধু আমেরিকাকে বোকা বানাচ্ছে পাকিস্তান ! বিরল খনিজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন র-এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ

আমেরিকাকে বোকা বানাচ্ছে পাকিস্তান ?

author-image
Debjit Biswas
New Update
trump and pakistan

নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তানের বিরল খনিজ প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (R&AW) এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ। তিনি বলেন,''মূলত বালুচিস্তান সমস্যা থেকে অন্যদের মনোযোগ সরাতে বা আর্থিক সাহায্য পেতে পাকিস্তান একটা নতুন চাল চেলেছে। পাকিস্তান সম্ভবত বিরল খনিজ সম্পদ (rare earth minerals)-কে সামনে রেখে আমেরিকার কাছ থেকে সুরক্ষা খুঁজছে। তবে এই বিরল খনিজ ২০ বছর খুঁজলেও পাওয়া যাবে না। এটা সত্যি এতটাই বিরল। শুধু লোভ দেখিয়ে আমেরিকাকে বোকা বানাচ্ছে পাকিস্তান।'' 

pakistan taliban

এরপর বালুচিস্তান প্রসঙ্গে তিনি বলেন,''বালুচিস্তান একটি দীর্ঘদিনের সমস্যা। আগে এই আন্দোলনগুলিতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভূমিকা ছিল না। এখন এটি মধ্যবিত্ত শ্রেণির আন্দোলনে পরিণত হয়েছে। তাই এই আন্দোলনটি এখন আরও বিপজ্জনক হয়ে গেছে, কারণ এখানে এখন শিক্ষিত মানুষেরা আছেন। গত ২০ বছরে আমি যতটা দেখেছি, এই আন্দোলন এখন তার চেয়েও অনেক বেশি গুরুতর।''