‘পাকিস্তান ও কংগ্রেস এক জান’ চরম অপমান করে বসলেন বিজেপি নেতা

পাকিস্তানের জন্য কন্টেন্ট তৈরির দায়িত্ব নিজেরাই নিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shehzad poonawalaaq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের পাকিস্তানকে সামনে রেখে কংগ্রেসকে চরম অপমান করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। এদিন তিনি বলেন, “গুলাম আহমেদ মীর এবং বিজয় ওয়াদেত্তিওয়ারের পাঠানো ড্রোন দেখে মনে হচ্ছে কংগ্রেস দল অনেকটা ডিজি আইএসপিআরের মতো আচরণ করছে। মনে হচ্ছে ভারতে পাকিস্তানি ইউটিউবার এবং প্রভাবশালীদের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কংগ্রেস দল পাকিস্তানের জন্য কন্টেন্ট তৈরির দায়িত্ব নিজেরাই নিয়েছে। কেন তারা বিশ্বকে ২৬/১১-এর পরে তাদের বড় পদক্ষেপগুলি জানায় না? সেনাকে অপমান করাই কংগ্রেস দলের পরিচয় হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে পাকিস্তান আর কংগ্রেস ‘দুই দেহ এক প্রাণ’ (সেনা কা অপমান, এহি কংগ্রেস পার্টি কি বন চুকি হ্যায় পেহচান; মানো কংগ্রেস অর পাকিস্তান দো শরীর এক জান)। কংগ্রেস স্পষ্টতই পাকিস্তানকে তার আখ্যান প্রচারে সহায়তা করছে। কংগ্রেস পাকিস্তানের ভ্রান্ত ধারণা ভাগ করে নিচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী জিতেছে”।

shehzadpoon1.jpg