উৎসবের মরশুমেই জঙ্গি হামলার সম্ভাবনা, কাশ্মীরে BSF -এর প্রধান

দীপাবলির সময় পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে হামলার ষড়যন্ত্র করছে। বিএসফ সীমান্তে সতর্কতা বাড়িয়েছে। দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে দেশবাসীর পক্ষ থেকে।

author-image
SWETA MITRA
New Update
bsf edit cover.jpg

ঠিক যে সময় পাকিস্তানের  ক্রিকেট দল ভারতে খেলছেন, প্রাক্তন পাক ক্রিকেটার ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন, ঠিক সেই সময়ই পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত অতিক্রম করে কাশ্মীরের নীলম উপত্যকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে।

bsf edit pic 3.jpg

পরিস্থিতি খতিয়ে দেখতে বর্তমানে কাশ্মীরে রয়েছেন BSF -এর প্রধান নীতীন আগরওয়াল। BSF সূত্রের খবর, নীতীন আগরওয়াল আতঙ্কবাদীদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করার আবেদন জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি কাশ্মীরের পুরুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'আমরা কোনওভাবেই জঙ্গিদের সীমান্ত পার করে দেশে অনুপ্রবেশ করতে ও হামলা চালাতে দেব না। জঙ্গিরা যদি কোনও ধরনের নাশকতা চালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ তাদের গুলি করতে প্রস্তুত।'

bsf edit pic 2.jpg

পাশাপাশি তিনি বলেন, 'ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা দীপাবলির সময় দেশে হামলা করতে পারে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর  হামলারও প্রবল সম্ভাবনা রয়েছে। আইএসআই পাক মদতপুষ্ট এই জঙ্গিদের সাহায্য করছে।'