BREAKING: ফের এলওসি (LOC)-তে হামলা করলো পাকিস্তান,পাল্টা দিল ভারত ! দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর

এলওসি (LOC)-তে ফের হামলা করলো পাকিস্তান, উপযুক্ত জবাব ভারতের।

author-image
Debjit Biswas
New Update
indian army

নিজস্ব সংবাদদাতা : গতকাল রাতে ফের একবার এলওসি (LOC)-তে হামলা করলো পাকিস্তান। গতকাল রাতে মূলত কাশ্মীরের টুটমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে, এলওসি (LOC) বরাবর এলাকায়,ফের একবার পাকিস্তানি সেনা বিনা উস্কানিতে গুলি চালানো শুরু করে। এরপরেই পাল্টা জবাব দেয় ভারত।

Indian army

 এই বিষয়ে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল পাকিস্তানের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। বর্তমানে এই এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।