/anm-bengali/media/media_files/2025/05/12/smkgfCuGBcec4yoXWIKQ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদলের সাথে দেখা করার পর, মিশরের বিদেশ বিষয়ক কমিটির প্রধান করিম দারবিশ সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার হন এদিন। দারবিশ বলেন, “মিশরের প্রতিনিধি পরিষদে ভারতীয় প্রতিনিধিদল আসতে পেরে আমরা আনন্দিত। ভারত মিশরের খুব ঘনিষ্ঠ একটি দেশ, এবং বিভিন্ন মাত্রায় আমাদের অনেক সম্পর্ক রয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সকলেই একসাথে কাজ করি। ২৬ জন ভারতীয় নাগরিকের (পহেলগাঁও হামলা) মৃত্যুতে আমরা ভারতীয় জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমাদের দেশ সন্ত্রাসবাদের অনেক শিকার হয়েছে, তাই আমরা বুঝতে পারি বিশ্বব্যাপী একসাথে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ”।
#WATCH | Cairo: After meeting the all-party delegation led by NCP-SCP MP Supriya Sule, Karim Darwish, Head of Committee on Foreign Affairs of Egypt, says, " We are pleased to have Indian delegation come to the Egyptian House of Representatives. India is a very close country to… pic.twitter.com/GdKNY4raCf
— ANI (@ANI) June 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us