/anm-bengali/media/media_files/2024/11/29/K2t4GFeXb1aqe9ngXChs.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পাঞ্জাবের পঠানকোট জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
/anm-bengali/media/media_files/2025/05/30/Df0s2FBLiFbHw6VPQeIh.jpg)
বিএসএফ জম্মু সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই অনুপ্রবেশকারীকে নারোট জৈমল সিং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সীমান্তে অনুপ্রবেশের ঘটনা মাঝে মাঝেই ঘটছে। এই ঘটনার মাধ্যমে আবারও চিহ্নিত হল আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার গুরুত্ব ও বিএসএফ-এর সজাগ ভূমিকা।
On 29 May 2025, BSF troops apprehended a Pakistani intruder near the International Border in the District Pathankot. He was handed over to Narot Jaimal Singh Police Station after preliminary questioning: BSF Jammu pic.twitter.com/8jFSw7dkOS
— ANI (@ANI) May 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us