পহেলগাঁও হত্যার ঘটনায় আরও স্পষ্ট বাপক যোগ

বেছে বেছে হিন্দু কি পরিকল্পিত ছিল?

author-image
Jaita Chowdhury
New Update
jammu and kashmir attacks

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু হত্য়ার ঘটনায় আরও স্পষ্ট হল পাক-যোগ। সূত্রের খবর, হামলাকারীদের অন্য়তম হাশিম মুসা ছিল পাক সেনার সদস্য। পাক সেনাবাহিনীতে হাশিম মুসা পরিচিত ছিল আসিফ 'ফৌজি' নামেও। সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী SSG (স্পেশাল সিকিউরিটি গ্রুপ)-এর কমান্ডো ছিল হাশিম মুসা। তদন্তকারীদের সন্দেহ, ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে আক্রমণের ঘটনায় হাশিম বা তার দল জড়িত থাকতে পারে। পাশাপাশি রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্য়ে হাশিম ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

jammu and kashmir attacks