পহেলগাঁও হামলার বদলা শক্ত হাতে নিচ্ছে ভারতীয় সেনা, ভেঙে দেওয়া হল জঙ্গিদের স্বপ্নের আস্তানা

পুলওয়ামা ও অনন্তনাগ জেলার তিনটি বাড়িতে অভিযান চালায় সেনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vw46iq1

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ের সেই ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন মোডে ধরা দিচ্ছে ভারতীয় সেনা। ঘটনায় জড়িতদের খোঁজে জোরদার অভিযান চালানো হচ্ছে প্রায় প্রত্যেকদিনই। এই অভিযানের অংশ হিসেবেই লস্কর-ই-তইবা-র দুই শীর্ষ জঙ্গি এহসান শেখ ও হারিসের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর।

মধ্যরাতে অভিযান চালিয়ে পুলওয়ামা ও অনন্তনাগ জেলার তিনটি বাড়িতে অভিযান চালায় সেনা। এর মধ্যে দুটি বাড়ি ছিল লস্কর জঙ্গি এহসান শেখ ও হারিসের, যারা পহেলগাঁও হামলায় সরাসরি জড়িত বলে সন্দেহ। তল্লাশি অভিযান শেষে সেনা বোমা মেরে বাড়িগুলি গুঁড়িয়ে দেয়। যদিও এখনও পর্যন্ত এই দুই জঙ্গির কোনও খোঁজ মেলেনি।

অবশ্য শুধু শনিবার এহসান শেখ ও হারিস-এর বাড়ি নয়, শুক্রবার সকালেও অনন্তনাগের আদিল গুরে ও আসিফ শেখ নামে আরও দুই জঙ্গিরও বাড়ি ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনী। সেনার দাবি, গোপন সূত্র ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জঙ্গিদের অবস্থান নিশ্চিত করেই এই পদক্ষেপ। যদিও এই সকল জঙ্গিই এখনও নিখোঁজ। তাঁদের খোঁজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।