পহেলগাঁও হামলা নিয়ে চর্চা শুরু সংসদে, তৃণমূল সাংসদ জানালেন মনের কথা

পহেলগাঁও-এর ঘটনাটি তার অবহেলার কারণে ঘটেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাদল অধিবেশন শুরু হতেই পহেলগাঁও হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিরোধী সাংসদরা। এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসাবধানতার কারণে সন্ত্রাসীরা দেশে প্রবেশ করে নিরীহ মানুষকে হত্যা করে এবং তারা সেখান থেকে চলে যায়। প্রধানমন্ত্রী মোদীর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ পহেলগাঁও-এর ঘটনাটি তার অক্ষমতা এবং অবহেলার কারণে ঘটেছে। প্রধানমন্ত্রীর কোনও যোগ্যতা নেই এবং এমনকি একটি জাতিও তাকে পছন্দ করে না”।

Kalyan