/anm-bengali/media/media_files/UPPRT7kS1cRzbHA5qooi.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগাঁও-এ মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২৭ ছাড়িয়েছে, আহত আরও অনেক বেশি। এমন ভয়ঙ্কর ঘটনা শুধু কাশ্মীর নয়, গোটা দেশের ঘুম কেড়েছে।
কেননা এমন এক সময় এই হামলা হল যখন আর অল্প কিছুদিন পরই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। আবার এই সময় গরমের হাত থেকে বাঁচতে বহু পর্যটক যান ভূ-স্বর্গের মনোরম আবহাওয়া উপভোগ করতে। স্বাভাবিক ভাবেই মানুষের উৎকণ্ঠা বেড়েছে বহু গুণ।
/anm-bengali/media/media_files/2025/04/22/GHvzuiglW9rbbzDPhn2V.jpg)
এমন সময় ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি ক্ষোভপ্রকাশও করলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এদিন নিজের এক্স হ্যান্ডেলে জেপি নাড্ডা লেখেন, “জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। এই কাপুরুষোচিত হামলায় নিরীহ বেসামরিক নাগরিকদের উপর নৃশংস হামলা অত্যন্ত নিন্দনীয়। মোদী সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে। এই জঘন্য কাজের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না”।
“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব”।
Deeply anguished by the news of the terrorist attack in Pahalgam, Jammu & Kashmir. The brutal targeting of innocent civilians in this cowardly attack is highly reprehensible. Modi Government follows a Zero-Tolerance Policy against terrorism. Those involved in this heinous act…
— Jagat Prakash Nadda (@JPNadda) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us