Pahalgam Attack: ধর্মই কি তবে মূল হাতিয়ার ছিল আততায়ীদের? কোন ধর্মের হলে প্রাণে বেঁচে যেত এত মানুষ?

প্রায় ৪০ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bbrdmb98_image_160x120_22_April_25

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার ঘটনা যত গড়াচ্ছে ততই যেন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪০ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা। সূত্র মারফত এও খবর আসছে নাকি এই হামলায় ২৭ থেকে ২৮ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। 

যদিও এখনও এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া কারর কাছ থেকেই মেলেনি। এমনকি প্রশাসনও নিশ্চিত কিছু জানায়নি। তবে এই হামলা যে এখনও পর্যন্ত ভয়ঙ্কর হামলা হয়ে উঠল ভূ-স্বর্গে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

jammu and kashmir attacks

মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় আহত পর্যটকদের মধ্যে একজন মহিলা পর্যটক স্মরণ করলেন সেই ভয়াবহ মুহুর্ত। তাঁর দাবি, সন্ত্রাসীরা প্রথমে তাঁর স্বামীর নাম ও ধর্ম জানতে চেয়েছিল এবং তারপর খুব কাছ থেকে তাঁর উপর গুলি চালায়। মহিলার স্বামীর মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। আরও একাধিক পর্যটকও গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

“আমার স্বামীর মাথায় গুলি লেগেছে। আরও সাতজন আহত হয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন” - ভয় আর অসহায়তার স্বরে ফোনে সংবাদ সংস্থাকে এমনটাই জানান সেই বেঁচে যাওয়া মহিলা। যদিও তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, তবে জানান, আহতদের হাসপাতালে নিয়ে যেতে তৎপরতা শুরু হয় অনেক পরে।