File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনার চিনার কর্পস। এক টুইট বার্তায় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জঙ্গিদের নাম সুলেমান শাহ ওরফে ফয়সাল জাট, হামজা আফগানি এবং জিবরান ভাই।
/anm-bengali/media/post_attachments/ce372625-a26.png)
চিনার কর্পস জানিয়েছে, এই সফল অভিযানে জঙ্গিদের গোপন ঘাঁটি চিহ্নিত করে তাদের খতম করা হয়েছে। সেনা সূত্রের দাবি, এরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সক্রিয় সদস্য এবং পহেলগাম হামলার পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। এই অভিযানে সেনার নির্ভুল গোয়েন্দা তথ্য ও সাঁজোয়া দক্ষতার প্রশংসা করেছেন উচ্চপদস্থ সামরিক কর্তারা। সেনার এই পদক্ষেপকে বড় সাফল্য বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
Chinar Corps of the Indian Army tweets about the killing of three terrorists involved in the Pahalgam terror attack. The terrorists have been identified as Suleman Shah alias Faisal Jaat, Hamza Afgani & Jibran Bhai. pic.twitter.com/DqwM98ulhQ
— ANI (@ANI) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us