New Update
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ অসম ইতিমধ্যেই প্রবল বৃষ্টি আর বন্যায় বিধ্বস্ত। আর এর মধ্যেই জলের স্রোতে ভেঙে গেল একটি ব্রিজ। ধামধামা থেকে তামুলপুর পর্যন্ত সংযোগ স্থাপনকারী একটি সেতু পাগলাদিয়া নদীর তাণ্ডবে ভেঙে পড়েছে। এর পাশাপাশি অসমের নলবাড়ির বিভিন্ন রাস্তা ওই নদীর জলে ডুবে গেছে। ফলে বর্ষা ঢুকতে না ঢুকতেই বাড়ল সাধারণ মানুষের ভোগান্তি। তবে অবাক করার মতো বিষয় হল ওই ভেঙে যাওয়া সেতুর উপর দিয়েই চলাচল করছে মানুষ।
#WATCH | Pagladiya River damages a bridge connecting Dhamdhama to Tamulpur and submerges several roads in Assam's Nalbari pic.twitter.com/KdZKnNe6cA
— ANI (@ANI) June 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us