বিহারে SIR নিয়ে ওয়াইসির প্রশ্ন

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, 'গোপন সূত্রে তথ্য নয়, নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য প্রয়োজন'— আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্য।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-14 3.31.03 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি সাংবিধানিক সংস্থা নিজে কিছু বলছে না, অথচ নানা তথ্য 'সূত্রের' মাধ্যমে ফাঁস হচ্ছে। এসব তথাকথিত সূত্র কারা?"

ওয়াইসি প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশন কার ক্ষমতায় নির্ধারণ করবে কে নাগরিক, কে নয়? আমাদের দলই প্রথম বলেছিল, এই SIR হলো NRC-র একটি পেছনের দরজার সংস্করণ।”

তিনি আরও বলেন, “আমরা চাই সংশ্লিষ্ট ব্লক লেভেল অফিসার (BLO)-দের নাম প্রকাশ করা হোক। আমাদের দলের কর্মীরা তাঁদের সঙ্গে দেখা করবেন এবং জিজ্ঞাসা করবেন— সেই নেপাল, মায়ানমার বা বাংলাদেশ থেকে আসা মানুষ কোথায়, যাদের নিয়ে এত কথা?”

ওয়াইসি স্মরণ করিয়ে দেন, “২০০৩ সালে যখন SIR হয়েছিল, তখন কত বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া গিয়েছিল? ২০১৯ সালের জুলাইয়ে সংসদে আইনমন্ত্রী বলেছিলেন, ২০১৬, ২০১৭ বা ২০১৯ সালে কোনও বিদেশি নাগরিকের খোঁজ পাওয়া যায়নি।”

তিনি অভিযোগ করেন, “এই তথাকথিত সূত্রগুলো নির্লজ্জ। কেন একটি সাংবিধানিক সংস্থার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে?”

ওয়াইসির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এবং এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অবস্থান এখনো আসেনি।