আদর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক লড়াই চলবে,কিন্তু দেশের চেয়ে বড় কেউ না ! অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন ওয়াইসি

পাকিস্তান নিয়ে এ কি দাবি করলেন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
asaduddin owaisiq.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার অপারেশন সিঁদুর ও পহেলগাওঁ হামলাকে কেন্দ্র করে নিজের মুখ খুললেন এআইএমআইএম (AIMIM) দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন,''পহেলগাওঁ-এ যে মর্মান্তিক সন্ত্রাসী হামলাটি ঘটেছিল, তার ধরণ দেখে সবাই এটা বুঝেছে যে পাকিস্তান থেকে আসা আইএসআই (ISI)-প্রশিক্ষিত জঙ্গিরাই সামরিক কায়দায় এইভাবে মানুষ হত্যা করেছে। তাই সারাবিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ উন্মোচন করা দরকার ছিল। আমরা প্রধানমন্ত্রীর জন্য বিদেশে যাইনি। আমরা আমাদের দেশের জন্য গিয়েছিলাম।"

Asaduddin Owaisi

এরপর তিনি বলেন,''আদর্শের ওপর ভিত্তি করে আমাদের রাজনৈতিক লড়াই চলতেই থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে যে বিজেপি দেশের চেয়ে বড় নয়। এমনকি প্রধানমন্ত্রীও দেশের চেয়ে বড় নন।"