BREAKING : পহেলগাঁও হামলা নিয়ে কড়া পদক্ষেপ ! গ্রেপ্তারির সংখ্যা ছাড়ালো ১৫০০

পহেলগাঁও হামলায় কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন ?

author-image
Debjit Biswas
New Update
bsfkashmir

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় এবার কড়া অ্যাকশন নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসন। এই হামলার পর এখনও পর্যন্ত প্রায় ১৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় যেসমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনও না কোনও এফআইআর দায়ের করা হয়েছিল, সেইসমস্ত ব্যক্তিকেই গ্রেপ্তার করা হচ্ছে।

ihko2glc_pahalgam_160x120_22_April_25

পুলিশ সূত্রে খবর এই ধৃতদের কাছ থেকে এই হামলা সংক্রান্ত কিছু তথ্য বেরিয়ে আসতে পারে তাই এদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে।