/anm-bengali/media/media_files/Nw98LIZrfol4YM5xg0Pk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) নিশানায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আজ মঙ্গলবার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করেন সঞ্জয় রাউত। এদিন তিনি বলেন, ‘আমাদেরপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীএবংকেন্দ্রীয়সরকারবিশ্বাসঘাতকতাকেউৎসাহিতকরছে।আজকের দিনেইআমাদের৪০জনবিধায়কদলছাড়েন।এইদিনটিকে 'আন্তর্জাতিকবিশ্বাসঘাতকদিবস' হিসেবেঘোষণাকরাউচিত।প্রধানমন্ত্রীআমেরিকাযাচ্ছেন, তাইতাঁরউচিতজাতিসংঘকে গিয়ে এই বিষয়েজানানো।‘
#WATCH | Our PM, Home Minister and Central Government are promoting traitorship. On this day 40 of our MLAs left the party. It should be declared as 'International Traitor Day'. PM is going to the USA, so he should tell United Nations about it and announce 'International Traitor… pic.twitter.com/dNLITtqm3M
— ANI (@ANI) June 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us