'বিশ্বাসঘাতকতা প্রমোট করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী'

আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন সঞ্জয় রাউত।

author-image
SWETA MITRA
New Update
modi amit shah sanjay.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) নিশানায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আজ মঙ্গলবার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করেন সঞ্জয় রাউত।  এদিন তিনি বলেন, ‘আমাদেরপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীএবংকেন্দ্রীয়সরকারবিশ্বাসঘাতকতাকেউৎসাহিতকরছে।আজকের দিনেইআমাদের৪০জনবিধায়কদলছাড়েন।এইদিনটিকে 'আন্তর্জাতিকবিশ্বাসঘাতকদিবস' হিসেবেঘোষণাকরাউচিত।প্রধানমন্ত্রীআমেরিকাযাচ্ছেন, তাইতাঁরউচিতজাতিসংঘকে গিয়ে এই বিষয়েজানানো।‘