''বাঁশ কাটলে জেলে যেতে হতো, আমরা আইন বদলেছি !'' বড় দাবি করলেন মোদি

কেন হঠাৎ এই কথা বললেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : এবার বাঁশ চাষ নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এনএক্সটি কনক্লেভ ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, '' আগে কেউ বাঁশ কাটলে তাকে জেলে যেতে হতো, কারণ আমাদের দেশে এমন একটি আইন ছিল যেখানে বাঁশকে গাছ হিসেবে বিবেচনা করা হতো। আমাদের আগের সরকার এটা বুঝতেই চায়নি যে বাঁশ আসলে গাছ নয়। আমাদের সরকার এই আইন পরিবর্তন করেছে। এরফলে বাঁশ চাষীরা যথেষ্ট উপকৃত ও লাভবান হয়েছেন।''