নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ মহারাষ্ট্রের দোন্ডাইচায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
/anm-bengali/media/media_files/vfnrKIsy2It2wcdwr518.jpg)
রাহুল গান্ধী বলেন, "চীনা সেনা জওয়ানরা ৩-৪ বছরের জন্য আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ পান। আমাদের অগ্নিবীরদের, যাঁরা ছ'মাসের প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের যদি চীনা জওয়ানদের মোকাবিলা করতে হয়, তাহলে কী হবে ভাবতে পারেন? আমাদের অগ্নিবীররা প্রশিক্ষণ ছাড়াই চলে যাবেন, প্রাণ দেবেন, কিন্তু তা সত্ত্বেও শহিদের মর্যাদা পাবেন না।"
/anm-bengali/media/media_files/UOYTcwzi7eCQb4dEAYWm.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)