দিল্লিতে বসেই চলত দেহ পাচার, চিকিৎসক নিজে ছিল দায়িত্বে…

প্রতি ট্রান্সপ্ল্যান্টের জন্য তারা ২৫-৩০ লক্ষ টাকা নিত বলেও জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের সাথে জড়িত থাকার অভিযোগে একজন ডাক্তার সহ প্রায় ৭ জনকে গ্রেপ্তার করেছে। এই চক্রের সঙ্গে জড়িতদের বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। প্রতি ট্রান্সপ্ল্যান্টের জন্য তারা ২৫-৩০ লক্ষ টাকা নিত বলেও জানা যাচ্ছে। দাতা ও গ্রহীতা উভয়েই বাংলাদেশের। তারা ২০১৯ সাল থেকে এই দেহ পাচার চক্র চালাচ্ছে বলে জানাচ্ছে দিল্লি পুলিশ। আরও কোনও বড় মাথা তাঁদের সাথে জড়িত আছে কিনা, তার সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

কিভাবে Pelvic Organ Prolapse চিকিৎসা করা হয়?

Adddd