অমিত শাহকে ছুঁড়ে মারা হল সংবিধান বিলের কপি ! লোকসভায় নজিরবিহীন কান্ড বিরোধীদের

এ কি করলেন বিরোধীরা ?

author-image
Debjit Biswas
New Update
amit shah 12.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মুহূর্তে সংবিধান (একশো ত্রিশতম সংশোধনী) বিল, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৫, এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫ পেশ করছিলেন, ঠিক সেইসময়েই এক নজিরবিহীন কান্ড ঘটিয়ে বসলেন বিরোধীরা। সংসদের সূত্র অনুযায়ী, এই বিল পেশ করার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য তীব্র প্রতিবাদ শুরু করেন। এরপর তারা বিলগুলির কপি ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ছুঁড়ে মারেন।

rahul sonia sd1.jpg

এই ঘটনার ফলে সংসদ কক্ষে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরপর স্পিকার ওম বিড়লা বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার এবং সংসদীয় রীতিনীতি বজায় রাখার অনুরোধ করেন, কিন্তু বিরোধীরা তাদের বিক্ষোভ চালিয়ে যান। দেখুন সেই ভিডিও :