লোকসভা থেকে ওয়াকআউট ! অমিত শাহের জবাবের মাঝেই বেরিয়ে গেলেন বিরোধী সাংসদরা

কেন বেরিয়ে গেলেন বিরোধী সাংসদরা ?

author-image
Debjit Biswas
New Update
loksabha breack.jpg

নিজস্ব সংবাদদাতা : সংসদের শীতকালীন অধিবেশনে নির্বাচনী সংস্কার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের সময় আজ লোকসভায় নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়ার মাঝেই বিরোধী দলের সাংসদরা সম্মিলিতভাবে সভা কক্ষ থেকে ওয়াকআউট (Walkout) করেন।

জানা গেছে, অমিত শাহ যখন ভোটার তালিকা শুদ্ধিকরণ (SIR) প্রক্রিয়া এবং ইতিহাসের বিভিন্ন 'ভোট চুরির' ঘটনা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করছিলেন, তখনই বিরোধী সাংসদরা প্রতিবাদে সরব হন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ব্যর্থতা এবং অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক নিয়ে সরাসরি অভিযোগ আনছিলেন, তখন বিরোধী দলগুলো মনে করে যে আলোচনা নির্বাচনী সংস্কারের মূল বিষয়বস্তু থেকে সরে যাচ্ছে।

loksabhanew

সংসদের অভ্যন্তরে এই ওয়াকআউট ইঙ্গিত দেয় যে, নির্বাচনী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক দল ও বিরোধীদের মধ্যেকার মতপার্থক্য এবং অবিশ্বাস এখনও তীব্রভাবে বিদ্যমান।