“জিএসটি সংস্কার নিয়ে বিরোধীদের সমালোচনা অজ্ঞতার প্রমাণ: পীযূষ গয়াল”

পীযূষ গয়াল কি বললেন?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-04 9.56.22 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: জিএসটি সংস্কারকে বিরোধীরা ‘১.৫ সংস্কার’ এবং ‘বেটার লেট দ্যান নেভার’ বলে কটাক্ষ করায় তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, “এটি শুধুই বিরোধীদের অজ্ঞতার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আট বছরে ধাপে ধাপে পদ্ধতিগতভাবে জিএসটিকে সফল গল্পে পরিণত করেছেন, যা আজ বিশ্বজুড়ে প্রশংসিত।”

মন্ত্রী জানান, মোদী সরকার ৩০টিরও বেশি কর, শুল্ক ও লেভি বাতিল করে একটিমাত্র কর কাঠামো চালু করেছে। শুরুতে রাজ্যগুলির রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকায় নিকটতম হারে কর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে ধাপে ধাপে সাধারণ মানুষের স্বার্থে করের হার কমানো হয়েছে।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী একসাথে ১০০-রও বেশি পণ্যে কর হ্রাস করেছিলেন এবং জনগণের চাহিদার প্রতি সবসময় সংবেদনশীল থেকেছেন। এবার রাজ্যগুলিকে বছরে ১৪% ক্ষতিপূরণ বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণের পর ক্ষতিপূরণ প্রয়োজন নেই, ফলে সেই অর্থ জনগণের কাছে ফেরানোর সিদ্ধান্তই এই সংস্কারকে “গেম-চেঞ্জিং ট্রান্সফরমেশন” এ পরিণত করেছে।