/anm-bengali/media/media_files/jWDiX1MZaeZw5LzlvGw3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১২ জুন পাটনায় বিরোধী দলের বড় বৈঠক হওয়ার কথা থাকলেও এখন তা হবে ২৩ জুন। সূত্রের খবর, কংগ্রেস ও তামিলনাড়ুর শরিকদলের অনুরোধে তারিখ পরিবর্তন করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনুপস্থিতির কারণে এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাহুল গান্ধী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফরে রয়েছেন এবং ১৫ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাঁর মা সোনিয়া গান্ধীও চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী তাঁর সঙ্গে রয়েছেন।
The opposition meeting scheduled to be held in Patna on June 12 has been postponed and is likely to be held on June 23: Sources
— ANI (@ANI) June 4, 2023
ডিএমকে-র পক্ষ থেকেও এই বৈঠক পিছিয়ে দিতে বলা হয়েছে, কারণ ১২ জুন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে পাটনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যিনি ২০২৪ সালে বিজেপিকে মোকাবেলা করার জন্য বিরোধী দলকে এক ছাতার নীচে আনতে স্বেচ্ছাসেবক হয়েছেন।
গত মাসে রাহুল গান্ধী ও কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের পর এই তারিখ ঠিক করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us