রাত পোহালেই বিরোধীদের বৈঠক, পাত্তা দিতে নারাজ রাজ্য BJP নেতৃত্ব

বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকে যোগ দেবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আম আদমি পার্টি (এএপি) সহ ২৪টি বিরোধী দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
bjp nadda.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই বেঙ্গালুরুতে হতে চলেছে বিরোধীদের পরবর্তী বৈঠক (Oppositions Meeting)। এদিকে বিরোধী দলগুলির বৈঠককে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্ণাটকেরপ্রাক্তনমুখ্যমন্ত্রীএবংবিজেপিনেতাবাসবরাজবোম্মাইজানান (Basavaraj Bommai), ‘বিরোধীদলগুলিলোকসভানির্বাচনেপ্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীকেপরাজিতকরারচেষ্টাকরছে, কিন্তুতাঅসম্ভব।তাদেরকোনোশক্তিনেই, কোনোসুনির্দিষ্টপরিকল্পনাওনেই।এই বৈঠক করে কোনওলাভহবেনা।‘