/anm-bengali/media/media_files/2025/10/29/screenshot-2025-10-pm-2025-10-29-23-22-41.png)
নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত মন্তব্যের জবাবে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী দানিশ আজাদ আনসারি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “পুরো বিরোধী জোট কখনও মুসলমানদের উন্নয়ন চায়নি। তেজস্বী যাদব জানেন, এই আইনের ফলে মাঠ পর্যায়ে মুসলমানদের জন্য প্রকৃত কাজ করা সম্ভব হবে।”
মন্ত্রী জানান, “ওয়াকফের অধীনে থাকা জমিতে স্কুল ও হাসপাতাল নির্মাণ করা হবে, যা সরাসরি মুসলমানদের শিক্ষায় ও স্বাস্থ্যে সাহায্য করবে। তাহলে তেজস্বী যাদবের আপত্তি কোথায়? এতে স্পষ্ট যে তারা মুসলমান সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী হতে দিতে চান না।”
/anm-bengali/media/post_attachments/24195e15-867.png)
তিনি আরও বলেন, “মোদী সরকার সৎভাবে মুসলমানদের উন্নয়নে কাজ করছে। কিন্তু তেজস্বী যাদব, অখিলেশ যাদব ও কংগ্রেসের মতো দলগুলো ঐতিহাসিকভাবে মুসলমানদের শিক্ষা, চাকরি ও অগ্রগতি থেকে দূরে রেখেছে। এখন যখন ওয়াকফ সংশোধনী আইন প্রকৃত উন্নয়নের পথ খুলে দিয়েছে, তখন তারা ভয় পাচ্ছে— কারণ মুসলমানরা আর তাদের মিথ্যে কথায় বিশ্বাস করবে না।”
#WATCH | Ballia, Uttar Pradesh | On RJD leader Tejashwi Yadav's statement regarding the Waqf Amendment Act, Uttar Pradesh Minister Danish Azad Ansari says, "The entire opposition never liked Muslims' development. Tejashwi Yadav knows that after the Waqf Amendment Act, serious… pic.twitter.com/0HBdSNS7Yr
— ANI (@ANI) October 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us