নজরে ২০২৪, রাজ্যে হতে চলেছে বিরোধীদের প্রথম মিটিং!

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরোধী জোট গঠনে এবার নয়া মোড়। বিহারের পাটনায় হতে পারে বিরোধীদের সম্মিলিত বৈঠক বলে খবর (Opposition Meeting)। এই বৈঠকে থাকবে আরজেডি, তৃণমূল, কংগ্রেস, জেডিইউ, ডিএমকে, এনসিপি।

author-image
SWETA MITRA
New Update
nitish.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরোধী জোট গঠনে এবার নয়া মোড়। বিহারেরপাটনায়হতেপারেবিরোধীদের সম্মিলিতবৈঠক বলে খবর (Opposition Meeting)। এই বৈঠকে থাকবে আরজেডি, তৃণমূল, কংগ্রেস, জেডিইউ, ডিএমকে, এনসিপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জুন এই বৈঠক হবে বলে খবর। অধিকাংশ বিজেপি বিরোধী দলই এই বৈঠকে যোগ দিতে পারে অনুমান করছে বিশিষ্ট মহল। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে কোণঠাসা করতে একের পর এক রাজ্যে গিয়ে বিরোধী ঐক্যে শান দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইতিমধ্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল,  অখিলেশ যাদব, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন।