/anm-bengali/media/media_files/2025/07/28/members-in-the-lok-sabha-during-the-monsoon-session-of-parliament-in-new-delhi-2025-07-28-10-59-53.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা অধিবেশন শুরু হতে চলেছে সোমবার। তার আগে ইন্ডিয়া জোটে ইস্যুভিত্তিক মতপার্থক্যের ইঙ্গিত মিলতেই জরুরি বৈঠকে বসছেন জোটের সংসদীয় নেতারা। কংগ্রেসের ফোকাস যেখানে 'অপারেশন সিঁদুর' ও আন্তর্জাতিক ইস্যু, সেখানে তৃণমূল ও আরজেডি-র মতো আঞ্চলিক দলগুলি জোর দিচ্ছে SIR (Special Intensive Revision) বা ভোটার সমীক্ষা সংক্রান্ত বিতর্কে। ফলে সংসদে একযোগে কেন্দ্রকে চেপে ধরার রণকৌশলে ফাঁক পড়তে পারে—এমনই আশঙ্কা জোটের প্রধান দল কংগ্রেসের।
বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় ১৬ ঘণ্টার অধিবেশনের কথা জানান। সেই অধিবেশনে মূলত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র বিরোধিতার মূল অস্ত্র করতে চায়, একই সঙ্গে আলোচনায় আনতে চায় ডোনাল্ড ট্রাম্পের 'নাক গলানো' সংক্রান্ত আন্তর্জাতিক বিতর্ক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/J4Gastv6cOx4yu6UUV6v.jpg)
তবে তৃণমূল ও আরজেডি-র মতো শরিক দলগুলির প্রধান ইস্যু এখন SIR ও ভোটার তালিকা সংশোধন। বিহারে ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়া এবং বাংলায় এই পদ্ধতির সম্ভাবনা নিয়ে এরা আলাদা অবস্থান নিচ্ছে। এর ফলে সংসদে বিরোধীদের সম্মিলিত কণ্ঠস্বর দুর্বল হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কংগ্রেস।
সোমবারের লোকসভা অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিশ্চিত। একইসঙ্গে খবর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অধিবেশনে অংশ নিতে পারেন এবং বাংলার SIR ইস্যুতে জোরালো বক্তব্য রাখতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।
যদিও কংগ্রেস একেবারে ভোটার তালিকা ইস্যুকে এড়িয়ে যাচ্ছে না। সম্প্রতি ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকেও এই ইস্যুতে সুর চড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে সংসদে যাতে বিভ্রান্তি না হয়, তাই সমস্ত শরিকদের একমঞ্চে আনতেই ডাকা হয়েছে বৈঠক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us