বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন বিরোধী দলনেতা, চরম শোরগোল- ভাইরাল ভিডিও

বিজেপির বিরুদ্ধে কি বললেন বিরোধী দলনেতা?

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশ বিধানসভার এলওপি মাতা প্রসাদ পান্ডে এবার বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন।

তিনি বলেছেন, "তাদের (প্রশাসন) আমাকে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া উচিত ছিল যে আমি সেখানে যেতে পারব না, কিন্তু কোনও লিখিত নোটিশ দেওয়া হয়নি এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানে জাস্টিস কমিশন যাচ্ছে, মিডিয়ার লোকজন যাচ্ছে, সেখানে গেলে কি কোনো অশান্তি হবে? এই সরকার তার সব কাজ আড়াল করার জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের বাধা দিচ্ছে। সম্বলের কমিশনার একজন 'উধারু' কমিশনার।"  বক্তব্যের ভিডিও সামনে এসেছে এবং ভাইরাল হয়েছে। দেখুন ভিডিও-