File Picture
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের কটাক্ষ। যার পাল্টা জবাব দিলেন এবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন বলেন, "পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় আমাদের বোনদের 'সিঁদুর' নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানকে উপযুক্ত জবাব হিসেবে 'অপারেশন সিঁদুর' শুরু করা হয়েছিল। দেশে এর আগেও বেশ কয়েকটি হামলা হয়েছিল। কিন্তু কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছিল। তারা কেবল ভোটের রাজনীতি করেছিল। কিন্তু এবার, প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণ যা চেয়েছিলেন তা করেছেন। সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিশ্বের কাছে ভারতের অবস্থান তুলে ধরতে ৩৪টি ভিন্ন দেশে গিয়েছিল। বিশ্বের বেশ কয়েকটি দেশ অপারেশন সিঁদুরকে সমর্থন করেছে"।
#WATCH | Mumbai: Maharashtra Deputy CM Eknath Shinde says "Operation Sindoor was launched as a befitting reply to Pakistan for wiping off the 'Sindoor' of our sisters in the terrorist attack in Pahalgam. Several attacks took place in the country, but Congress gave a reaction to… pic.twitter.com/bf3zTL2Q6t
— ANI (@ANI) June 17, 2025
/anm-bengali/media/media_files/9JTymuGGtQaxWTdtUgDS.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us