/anm-bengali/media/media_files/2025/08/14/screenshot-2025-08-14-63-am-2025-08-14-06-51-10.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশ বিধানসভায় ‘ভিশন ডকুমেন্ট ২০৪৭’ নিয়ে চলমান ২৪ ঘণ্টার ম্যারাথন আলোচনায় সরকার ও বিরোধী—উভয় শিবিরের নেতাদের উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রাজ্যের মন্ত্রী জেপিএস রাঠোর। বুধবার তিনি বলেন, “বিরোধীদের কাজ বিরোধিতা করা হলেও, এখনো বহু বিরোধী নেতা এখানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিচ্ছেন। এই ভিশন ডকুমেন্টকে ঘিরে বিধানসভায় যে মথন চলছে, তার থেকে যে অমৃত বের হবে, তা রাজ্যের উন্নয়নে অসাধারণ এবং সুফল বয়ে আনবে।”
/anm-bengali/media/post_attachments/98699c0d-23e.png)
রাঠোর আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী যেভাবে ‘অসুস্থ রাজ্য’ তকমা মুছে রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর ভাষায়, “ভবিষ্যতে যে-ই এই রাজ্যের নেতৃত্ব দিক না কেন, তাকে এই ভিশন ডকুমেন্ট অনুযায়ীই কাজ করতে হবে, কারণ এটি নিয়ে সবাই একসঙ্গে আলোচনা করেছে। এখানে শাসকদল ও বিরোধী উভয়েই উপস্থিত, এবং সবার মতামতই প্রকাশিত হচ্ছে।”
মন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন, এই ভিশন ডকুমেন্ট উত্তর প্রদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, সমন্বিত পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের জন্য এই নথি হবে একটি সুদূরপ্রসারী রোডম্যাপ।
#WATCH | Lucknow, UP | On the 24-hour marathon discussion on 'Vision Document 2047' in the UP Assembly, state Minister JPS Rathore says, "The opposition's job is to oppose, but even now, many opposition leaders are present here and participating in the discussion. The nectar that… pic.twitter.com/M1rR1bHRey
— ANI (@ANI) August 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us