/anm-bengali/media/media_files/JlOLiIC7OGMurEV9Gq7N.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর টানেল উদ্ধার অভিযানে সর্বদিক থেকে চেষ্টা চলছে আটক শ্রমিকদের উদ্ধার করার। গত ১০ দিন ধরেই ৪১ জন শ্রমিক সেখানে আটকে রয়েছেন। তাঁদেরকে উদ্ধারের কাজ চলছে তখন থেকেই। আর আজ সকাল থেকে সেই চেষ্টা আরও খানিকটা বেড়ে গেছে। সৌজন্যে প্রথম তাঁদেরকে দেখার পর। তাই এবার টানেলের অপর প্রান্ত থেকেও চলছে প্রচেষ্টা।
যা জানা যাচ্ছে, বারকোটের পাশে সুড়ঙ্গের অপর প্রান্ত থেকেও শুরু হয়েছে উদ্ধার অভিযান। সেখানেও সাজছে মহড়া। সেখানের দৃশ্য এবার সামনে এসেছে। দেখুন সেই দৃশ্য -
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Visuals from the other end of the tunnel from Barkot side. Operation to rescue the 41 trapped workers is ongoing on another side of the tunnel.
— ANI (@ANI) November 21, 2023
First visuals of the workers emerged this morning as an endoscopic flexi camera… pic.twitter.com/HzLAYNNLMF