‘অপারেশন সিঁদুর ছিল ভারসাম্য রক্ষার জবাব’, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

দলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ পিপি চৌধুরী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
operation-sindoor_8a08bfcf06e50de89c2d1a0b36ea4d9f

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) শিশু অধিকার লঙ্ঘন এবং সীমান্ত সন্ত্রাসবাদের ভয়াবহ ভূমিকার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে ভারত। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কঠোর ভাষায় বলেন, পাকিস্তান শিশুদের উপর নৃশংস নির্যাতনের দায় থেকে পালাতে পারে না।

দুবে তাঁর বক্তব্যে জানান, “পাকিস্তান শিশু ও সশস্ত্র সংঘাত (CAAC) এজেন্ডার সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনকারী দেশগুলির মধ্যে অন্যতম”। তিনি জাতিসংঘের মহাসচিবের ২০২৫ সালের CAAC রিপোর্টের উল্লেখ করে বলেন, সীমান্ত সন্ত্রাসবাদ, গোলাবর্ষণ এবং বিমান হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে — যা আফগান শিশুদের হত্যা ও পঙ্গু করে দিচ্ছে।

ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে দুবে উপস্থিত ছিলেন, দলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ পিপি চৌধুরী। দুবে তাঁর বক্তব্যে আরও বলেন, “আমরা পাকিস্তানের সীমান্তের ভেতরে শিশুদের উপর চলা নির্যাতন এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের মহাসচিবের রিপোর্টই প্রমাণ করছে, পাকিস্তান সীমান্তে ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসকে আশ্রয় দিয়ে শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করছে”।

operation sindoor

তিনি ভারতের “অপারেশন সিঁদুর”-এর কথাও উল্লেখ করেন, যা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরিচালিত একটি প্রতিরক্ষা অভিযান। তাঁর বক্তব্য, “এই অভিযান বেসামরিক নাগরিকদের, বিশেষত শিশুদের সুরক্ষার জন্য একটি বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ”।

দুবে আরও বলেন, আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলা ও সীমান্ত অতিক্রম করে চালানো আক্রমণে বহু আফগান শিশু প্রাণ হারাচ্ছে বা গুরুতরভাবে আহত হচ্ছে।

জাতিসংঘের এই মঞ্চে ভারতের স্পষ্ট বার্তা — সন্ত্রাসবাদ ও শিশু অধিকার লঙ্ঘনের দায় পাকিস্তানের অস্বীকার করার কোনও সুযোগ নেই, এবং আন্তর্জাতিক সমাজকে এ বিষয়ে একযোগে ব্যবস্থা নিতে হবে।