/anm-bengali/media/media_files/2025/07/28/screenshot-2025-07-28-92-am-2025-07-28-09-55-26.png)
নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আজ সংসদে আলোচনার প্রাক্কালে কেন্দ্র সরকারের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ সুখদেব ভগত। তিনি বলেন, “আমরা আশা করি সরকার এই বিষয়ে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেবে। জাতীয় নিরাপত্তা, সাধারণ নাগরিকদের নিরাপত্তা, বিদেশনীতি এবং পাকিস্তানের জঙ্গিবাদ লালনের কৌশল—এই সমস্ত বিষয় নিয়ে বিশদে আলোচনা হওয়া উচিত।”
সুখদেব ভগত অভিযোগ করেন, “এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে সরকার ৯০ দিন সময় নিয়েছে। কেউ যদি সরকারের সমালোচনা করে, তা হলে সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আমরা আশা করি সরকার পক্ষপাত দেখাবে না।”
তিনি আরও বলেন, “এই অপারেশনের সময় নিরাপত্তা কেন ও কার আদেশে তুলে নেওয়া হয়েছিল, তা স্পষ্ট হওয়া দরকার। এই অবহেলার জন্য কে দায়ী? সরকার এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে? এসব কি তদন্তাধীন? এছাড়াও, অস্ত্রবিরতির সিদ্ধান্ত কার নির্দেশে হয়েছিল, সেটাও জানতে চাওয়া হচ্ছে।”
/anm-bengali/media/post_attachments/76e6e5e4-9c2.png)
প্রসঙ্গত, সুখদেব ভগত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য উল্লেখ করে বলেন, “ট্রাম্প বহুবার বলেছেন, তিনি এই যুদ্ধ বন্ধ করেছিলেন বাণিজ্যের কারণে। তাহলে কি এখন আমরা সন্ত্রাসবাদকে বাণিজ্যের সঙ্গে তুলনা করব?”
তিনি জানান, এই পুরো বিষয়টি শুধুমাত্র সামরিক কৌশল নয়, বরং জাতীয় নিরাপত্তা ও দেশের আত্মপরিচয়ের সঙ্গেও জড়িত। তাই এবারের সংসদীয় আলোচনায় স্বচ্ছতা এবং পক্ষপাতহীন মনোভাব জরুরি।
#WATCH | Delhi: On Operation Sindoor to be discussed in Parliament, Congress MP Sukhdeo Bhagat says, "We hope that the government adopts a positive attitude... National security, security of citizens, foreign policy and Pakistan's policy of nurturing terrorism will be discussed… pic.twitter.com/z3cAc46u4Z
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us