BREAKING: ৫৪০ কোটি টাকার মাদক অর্থপাচারের অভিযোগ ! বিপাকে শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিঠিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা :  বিশাল পরিমাণ মাদক অর্থপাচারের সঙ্গে জড়িত শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিঠিয়া,আজ এমনই তথ্য জানালো স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) । এক্ষেত্রে বিক্রম সিংহ মাজিঠিয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত অনুযায়ী যে তথ্যগুলি পাওয়া গেছে সেগুলি হল, ১. মাজিঠিয়ার নিয়ন্ত্রিত বিভিন্ন কোম্পানিগুলোর অ্যাকাউন্টে নগদ ১৬১ কোটি টাকা জমা পড়েছে। ২. বিদেশি উৎস থেকে সন্দেহজনকভাবে এসেছে ১৪১ কোটি টাকা । ৩. কোম্পানির আর্থিক বিবরণীতে অতিরিক্ত ২৩৬ কোটি টাকা জমা পড়লেও তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এই বিষয়ে ভিজিল্যান্স ব্যুরো জানিয়েছে, এখনও তদন্ত চলছে এবং এর সঙ্গে আরও আন্তর্জাতিক সংযোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Money