New Update
/anm-bengali/media/media_files/qNmU8RUGzhAVcfykSeXI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: অনলাইন জালিয়াতি আটকাতে এবার কেন্দ্র সরকার কিছু নতুন নিয়ম বাস্তবায়ন করতে চাইছে। এবার থেকে প্রথমবার দুই ব্যক্তির মধ্যে ২০০০ টাকার বেশি লেনদেন হলে ৪ ঘণ্টা সময় লাগবে। ২০০০ টাকার নিচে লেনদেন হলে এমন কোনও নিয়ম লাগু করা হবে না। এভাবে গ্রাহকের সঙ্গে বড় প্রতারণা হলে তিনি সতর্ক হয়ে সেই আর্থিক প্রতিষ্ঠানে অভিযোগ করে লেনদেন বন্ধ করে দিতে পারেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us