স্মৃতিচারণ, নতুন সংসদ ভবনকে নিয়ে আবেগপ্রবণ স্পিকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভবনটির উদ্বোধন করেছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi parliament.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নতুন সংসদ ভবনের এক বছর পূর্ণ হওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেন, “এক বছর আগে ২৮শে মে ২০২৩ তারিখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভবনটির উদ্বোধন করেছিলেন। এই ভবনটি খুব অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল ২ বছর ৭ মাসের মধ্যে। বহু বছর ধরে একটি নতুন ভবনের দাবি ছিল, লোকসভা এবং রাজ্যসভা উভয়ই সরকারকে অনুরোধ করেছিল, আর গতবছর সেটাই আমরা পায়। নতুন সংসদ ভবনে অনেক নতুন প্রযুক্তি রয়েছে। প্রাক্তন স্পিকাররাও নতুন সংসদ ভবনের দাবি জানিয়েছিলেন, নতুন সংসদ ভবনে নারী সংরক্ষণ বিলও পাস হয়েছে। স্বাধীনতার পর আমরা নতুন সংসদে আইন পরিবর্তন করেছি। ২০৪৭ সালে ভারত কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছিল। অল্প সময়ের মধ্যে সংসদ ভবন নির্মাণ নিজেই ঐতিহাসিক হয়ে উঠেছে”।

indian parliament (1).jpg

om birlaa.jpg

Add 1