ঝাড়খণ্ড ATS ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য ! গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি

পুলিশের হাতে গ্রেপ্তার হল এক সন্দেহভাজন জঙ্গি।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বড় সাফল্য লাভ করলো ঝাড়খণ্ড এটিএস (ATS) এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল। আজ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা একটি বিশেষ অভিযান চালিয়ে আশরাফ দানিশ নামের এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আইজি (অপারেশনস) মাইকেল রাজ এস আজ এই খবরটি নিশ্চিত করেছেন।

Police

আজ এই বিষয়ে আইজি (IG) মাইকেল রাজ এস বলেন, "আজ দিল্লি পুলিশ মারফত পাওয়া কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ঝাড়খণ্ড এটিএস (ATS) এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল একটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। ওই স্থানে কিছু মৌলবাদী উপাদানরা বসবাস করছে বলে খবর পাওয়া গিয়েছিল। এরপর ওখানে কয়েকজনকে আটক করা হয়। ওদেরকে জিজ্ঞাসাবাদের সময় এই আশরাফ দানিশ বোকারোর বাসিন্দা বলে জানা যায়। এরপর তাকে রাঁচির লোয়ার বাজার থানা এলাকা থেকে আটক করা হয়। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তারা একটি মামলাও দায়ের করেছে।"