রাজ্যের কনভেনশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু

রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে বড় দুর্ঘটনা ঘটে গেল কেরালায় (Kerala)। জানা গিয়েছে, রবিবার কেরালার এর্নাকুলামেরকালামাসেরিরএকটিকনভেনশনসেন্টারেবিস্ফোরণেএকজননিহতহয়েছেন।এমনইজানিয়েছেকালামাসেরিপুলিশ। কেরালার কোচির কালামাসেরি এলাকায় রবিবার সকালে এক প্রার্থনা সভায় একাধিক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কালামাসেরির সিআই বিবিন দাস জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি সকাল ৯টার দিকে ঘটে এবং পরবর্তী এক ঘন্টায় একাধিক বিস্ফোরণ ঘটে।

বিস্তারিত আসছে…